Sunday 26 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোটকেন্দ্র চূড়ান্ত, তালিকা প্রকাশ সোমবার: ইসি সচিব

‎স্টাফ করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৫ ১৭:৪২ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৫ ২০:০৬

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

ঢাকা: ‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, সোমবার (২৭ অক্টোবর) চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

রোববার (২৬ অক্টোবর) নির্বাচন ভবনে নিজ দফতরের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

‎তিনি জানান, এনসিপির প্রতীক ও রাজনৈতিক দল নিবন্ধনসহ চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা চলতি সপ্তাহের মধ্যে শেষ করব। মাঠ থেকে দল নিবন্ধনের তথ্য আসছে তা পর্যালোচনা করতে সময় লাগছে।

‎তিনি বলেন, পরিকল্পনা অনুযায়ী শতভাগ সম্পন্ন করতে হবে বিষয়টি এমন নয়। পরিস্থিতির প্রেক্ষাপটে কিছু কিছু জায়গায় সমন্বয় করতে হয়। কিছু কিছু বিষয় আগে করা হয়েছে আর কিছু কিছু বিষয়ের জন্য অপেক্ষা করতে হয়েছে এবং কিছু কিছু বিষয়ে আরেকটু অপেক্ষা করতে হবে। সময় অনুযায়ী দিনক্ষণ মেপে কোনো কাজ করা সম্ভব নয়। ভোট নিয়ে এখন পর্যন্ত আতঙ্কিত বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতো কোনো কারণ আমি দেখছি না।

বিজ্ঞাপন

‎তিনি আরও বলেন, আরপিও নিয়ে বিএনপি চিঠি দিয়ে গিয়েছেন। কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

‎সারাবাংলা/এনএল/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর