Sunday 26 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধানের শীষের পক্ষে বিএনপির ব্যাপক গণসংযোগ-পথসভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৫ ১৯:৩৪

পথসভায় বক্তব্য দিচ্ছেন অ্যাড. মো. শাহাদাত হোসেন। ছবি: সারাবাংলা

বরিশাল: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠির নলছিটি উপজেলায় ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ করেছেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মো. শাহাদাত হোসেন। রোববার (২৬ অক্টোবর) সকাল ১০টা থেকে তিনি গণসংযোগ শুরু করেন। উপজেলা শহরের বিভিন্ন হাট-বাজার ও প্রতিষ্ঠানে গণসংযোগকালে জনসাধারণের কাছে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার বার্তা পৌঁছে দিতে লিফলেট বিতরণ করেন তিনি।

পরে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত পথসভায় নলছিটি পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মো. মজিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন-নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিম গাজী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, ঝালকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান তাপু, ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) অ্যাড. মিজানুর রহমান মুবিন, নলছিটি উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জুলফিকার আলি বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মো. মাসুম শরিফ, জেলা ছাত্রদের সাধারণ সম্পাদক মো. গিয়াস সরদার দিপুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

এরআগে সকাল ৯টা থেকে বিভিন্ন ইউনিয়ন ও পৌর বিএনপির ওয়ার্ডগুলো থেকে পৃথক পৃথক মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে পথসভায় মিলিত হয়। একপর্যায় পথসভা রূপ নেয় জনসমুদ্রের। পথসভায় উপজেলার ১০টি ইউনিয়‌ন ও পৌরসভার বিএন‌পি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, ম‌হিলা দল, কৃষক দলের নেতাকর্মীসহ দলের সমর্থকরা উপ‌স্থিত ছিলেন।

পথসভায় ৩১ দফার গুরুত্ব তুলে ধরে জেলা বিএনপির সদস্য সচিব ও ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাড. মো. শাহাদাত হোসেন বলেন, নারীদের অধিকার ও ক্ষমতায়ন, যুব সমাজের বেকার ভাতা, কৃষক ও শ্রমিকদের ন্যায্য মূল্য, বেকার তরুণদের কর্মসংস্থান; এসবই বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রকাঠামোকে জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার রূপরেখা।

তিনি আরও বলেন, ‘দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং রাষ্ট্রীয় সুশাসন ফিরিয়ে আনতে আমাদের সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর