চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের মীরসরাই উপজেলায় পিকআপ ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-ছেলে নিহত হয়েছেন।
রোববার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার করেরহাট এলাকায় স্থানীয় বন বিভাগের কার্যালয়ের সামনে করেরহাট-রামগড় আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাবেয়া খাতুন (৪০) ও তার ছেলে মো. হোসাইন (১২)। তাদের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়।
একই দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আবদুল হালিম সারাবাংলাকে বলেন, ‘মীরসরাই থেকে খাগড়াছড়ির রামগড় অভিমুখী অটোরিকশা ও বিপরীতমুখী পিকআপের সংঘর্ষে দুজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। তবে তাদের অবস্থা গুরুতর নয়। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’