Thursday 11 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৫ ২২:০১ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৫ ২৩:৪৫

নিহত শাকিল আহমদ। ছবি: সংগৃহীত

সিলেট: সিলেটের কানাইঘাটের দনা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পর সেখানকার বাসিন্দাদের গুলিতে প্রাণ হারিয়েছেন শাকিল আহমদ (২৩) নামে এক বাংলাদেশি যুবক।

আজ রোববার (২৬ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।

শাকিল আহমদ স্থানীয় দনা পাত্তিছড়া গ্রামের রহিম উদ্দিনের ছেলে। সে গত এক সপ্তাহ আগে বিয়ে করেছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে,দনা সীমান্তের ওপারে অবস্থিত একটি সুপারি বাগান। নিহত শাকিল আহমদ সীমান্তের ওপারে ১৩৩৪ পিলারের ৩০০ গজ ভিতরে বাগানে সুপারি চুরি করে আনতে গেলে খাসিয়ারা তাকে গুলি করে। সঙ্গে থাকা অপর দু’জন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাংলাদেশে নিয়ে এসে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

বিজ্ঞাপন

দনা ক্যাম্প কমান্ডার হাবিলদার বুরহান জানিয়েছেন, শাকিল আহমদ ভারতের অভ্যন্তরে বাগানে সুপারি চুরি করতে গিয়েছিলেন এবং খাসিয়ারা সেই কারণে গুলি চালায়।

নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে এবং সীমান্ত এলাকায় চোরাচালান ও প্রাণহানির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

উদ্ধার হওয়া শিশু সাজিদ মারা গেছে
১১ ডিসেম্বর ২০২৫ ২৩:২৭

আরো

সম্পর্কিত খবর