Sunday 26 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ২৭ নভেম্বর

‎স্টাফ করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৫ ২৩:২৯

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। ছবি: সারাবাংলা

ঢাকা: ‎আগামী ২৭ নভেম্বর থেকে পরীক্ষা শুরু হতে যাচ্ছে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা, যা চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।

‎রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যায় পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়, আবশ্যিক বিষয়ের পরীক্ষাগুলো সকাল ১০টা থেকে দুপুর ১টা বা ২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। তিন থেকে চার ঘণ্টার এসব পরীক্ষায় সর্বোচ্চ ২০০ নম্বরের প্রশ্ন থাকবে। ২৭ নভেম্বর বাংলা প্রথমপত্র বিষয় দিয়ে এ পরীক্ষা শুরু হবে। কারিগরি/পেশাগত এবং সাধারণ উভয় ক্যাডারের প্রার্থীদের জন্য এ বিষয় প্রযোজ্য।

‎পরীক্ষার হল, আসনবিন্যাস ও অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনা পরে কমিশনের ওয়েবসাইটে www.bpsc.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে http://bpsc.teletalk.com.bd প্রকাশ করা হবে। প্রয়োজনে প্রকাশিত সূচিতে পরিবর্তন বা সংশোধনের অধিকার কমিশন সংরক্ষণ করে পিএসসি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর ৪৭তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়। এতে সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৬৪৪ জন প্রার্থী। তারাই লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

‎এর আগে ১৯ সেপ্টেম্বর ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের ২৫৬টি কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হয়। এতে অংশ নিতে আবেদন করেন ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী।

‎সারাবাংলা/এনএল/পিটিএম