গাইবান্ধা: জেলার সুন্দরগঞ্জে রাস্তার ধারে পড়ে থাকা এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যায় ছাপড়হাটী ইউনিয়নের পূর্ব-ছাপড়হাটী এলাকার মাঠেরহাট বাজারসংলগ্ন আঞ্চলিক সড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, গত তিন-চার দিন ধরে ওই ব্যক্তিকে বাজারে ঘোরাফেরা করতে দেখা যায়। সকালে তাকে সড়কের পাশে শুয়ে থাকতে দেখা যায়। দীর্ঘ সময় একই অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে সুন্দরগঞ্জ থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে।
ছাপড়হাটী ইউপি সদস্য জাহিদুল ইসলাম জানান, কয়েক মাস আগে ওই ব্যক্তিকে এলাকায় দেখা গেলেও তিনি স্থানীয় নয়। কেউ তাকে চিনতেন না।
সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ বলেন, ‘মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া চলছে। অজ্ঞাত ব্যক্তির পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।’