মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি পাকিস্তান-আফগানিস্তান সংঘাতময় সম্পর্ক দ্রুত সমাধান করবেন। এ ছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান (সিওএএস) ফিল্ড মার্শাল আসিম মুনিরকে ‘মহান মানুষ’ বলে প্রশংসা করেছেন তিনি।
রোববার (২৬ অক্টোবর) কুয়ালালামপুরে আসিয়ান শীর্ষ সম্মেলনের ফাঁকে থাইল্যান্ড-কম্বোডিয়া শান্তি চুক্তি সই অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় এসব মন্তব্য করেন ট্রাম্প।
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার কথা উল্লেখ করে ট্রাম্প জানান, তিনি উভয় পক্ষকে শান্তিতে পৌঁছাতে সাহায্য করার ব্যাপারে আত্মবিশ্বাসী।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা গড়ে প্রতি মাসে একটি করে এমন সমস্যার সমাধান করছি। মাত্র একটি বাকি আছে। আমি খুব দ্রুত এটি সমাধান করব। আমি তাদের উভয়কেই জানি এবং ফিল্ড মার্শাল ও প্রধানমন্ত্রী মহান ব্যক্তি।
ট্রাম্প আরও জানান, তিনি শান্তি প্রতিষ্ঠাকে অগ্রাধিকার হিসেবে দেখেন। তিনি বলেন, যদি আমি সময় নিতে পারি এবং লাখ লাখ জীবন বাঁচাতে পারি তবে এটি সত্যিই একটি দুর্দান্ত জিনিস।
এ ছাড়া যুদ্ধ শুরু করার পরিবর্তে যুদ্ধ শেষ করার দিকে মনোনিবেশ করেছেন বলেও জানান তিনি।
২০২১ সালে তালেবানদের কাবুল দখলের পর সম্প্রতি সবচেয়ে ভয়াবহ লড়াইয়ে উভয় পক্ষের বহু সেনা ও বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এরই ধারাবাহিকতায় ১১ অক্টোবর থেকে বন্ধ রয়েছে দুই দেশের সীমান্ত ক্রসিং।
ইসলামাবাদের পক্ষ থেকে কাবুলকে তাদের সীমান্ত পেরিয়ে পাকিস্তানে আক্রমণকারী ‘জঙ্গিদের’ নিয়ন্ত্রণ করার দাবি করার পর সীমান্ত সংঘর্ষ শুরু হয়। পাকিস্তানের অভিযোগ এসব হামলা আফগানিস্তানের আশ্রয়স্থল থেকে পরিচালিত হয়। পরবর্তীতে কাতার এবং তুরস্কের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় উভয় পক্ষ। আলোচনা এখনও চলমান রয়েছে।
সূত্র অনুযায়ী, ইস্তাম্বুলে দ্বিতীয় দফা আলোচনার সময় পাকিস্তান আফগান তালেবানদের কাছে একটি বিস্তৃত সন্ত্রাসবাদ দমন পরিকল্পনা হস্তান্তর করেছে।
এদিকে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার নেতারা এদিন ট্রাম্পের উপস্থিতিতে একটি বর্ধিত যুদ্ধবিরতি চুক্তিতে সই করেছেন। দুই দেশের সংঘাত বন্ধে হস্তক্ষেপের ফলে তিনি তাদের থেকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীতও হয়েছেন।