Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চেয়ারে বসা নিয়ে হাতাহাতি, ৫ চিকিৎসক আহত


১১ জুলাই ২০১৮ ১০:৫৮

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের প্রতিষ্ঠাবার্ষিকীতে চেয়ারে বসা নিয়ে একে অপরে বিবাদে জড়ান চিকিৎসকেরা। এতে আহত হন পাঁচ চিকিৎসক। তাদের ঢামেক জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১০ জুলাই) ঢাকা মেডিকেল কলেজের ডা. মিলন অডিটরিয়ামে ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়। বিকাল থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী, বিশেষ অতিথি স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন।

জানা গেছে, মঙ্গলবার রাত ৯টার দিকে স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন এর উপস্থিতিতে রাতে ডাক্তার মিলন অডিটোরিয়ামে কলেজের ছাত্রলীগের কিছু জুনিয়র চিকিৎসক অডিটরিয়ামে ঢুকে সিনিয়ারদের চেয়ারে বসে। এতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। তখনই মিটিয়ে দেন ডা. জালাল। কিছুক্ষণ পর বেশ কয়েকজন জুনিয়র চিকিৎসক ভিতরে ঢুকে মারামরি শুরু করে দেয়। এতে ৫ থেকে ৫ জন চিকিৎসক আহত হয়।

আহতরা হলেন নেফ্রোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোস্তাফিজুর রহমান রিজভী, নাক-কান-গলা বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মারুফ ও ইউরোলজি বিভাগের রেজিষ্টার এইচএম আফজালুল হক রানা। বাকি দুই জন চিকিৎসকের নাম জানা যায়নি।

ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ জানান, ডিএমসি ডে উপলক্ষে দিনভর আনন্দ উৎসব চলছিল ডা. মিলন অডিটোরিয়ামে। দিন শেষে রাতে কিছু জুনিয়ার সিনিয়রদের চেয়ারে বসে, এতে যারা ভলেন্টিয়ার ছিলেন তারা বলেন এটা সিনিয়রদের চেয়ার এখানে বসা যাবেনা। এই নিয়ে জুনিয়ররা একটু একটু হই উল্লাহ করে। তখনই বিষয়টা মীমাংসা হয়ে যায়। পরে আবার এই নিয়ে উত্তেজনা বিরাজ করে। এবং দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এতে বেশ কয়েকজন চিকিৎসক সামান্য আহত হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/এমএইচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর