Saturday 31 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রাহ্মণবাড়িয়া শহরে অনির্দিষ্টকালের জন্য ফার্মেসি বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২৫ ১২:৩২

সব ওষুধের ফার্মেসি বন্ধ ঘোষণা করেছেন ব্যবসায়ীরা।

ব্রাহ্মণবাড়িয়া: উচ্ছেদ অভিযানের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে অনির্দিষ্টকালের জন্য সব ওষুধের ফার্মেসি বন্ধ ঘোষণা করেছেন ব্যবসায়ীরা।

সোমবার (২৭ অক্টোবর) সকাল ৬টা থেকে এ কর্মসূচি শুরু হয়েছে। এতে বিপাকে পড়েছেন রোগী ও সাধারণ মানুষ।

ব্রাহ্মণবাড়িয়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি পৌর শাখার সভাপতি নূরে আলম সিদ্দিকী জানান, ১৯৮৩ সাল থেকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের আশপাশের দোকানগুলো তারা নিয়মিত ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন।

তিনি বলেন, “আমরা নিয়মিত ভাড়া প্রদান করে আসছি। অথচ আমাদের অবৈধ আখ্যা দিয়ে জোরপূর্বক উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে, যা অমানবিক ও অবৈধ।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “অবিলম্বে উচ্ছেদ অভিযান বন্ধ করতে হবে এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ন্যায়সংগত সমাধান দিতে হবে। কয়েকদিন ধরে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি, কিন্তু প্রতিকার না পেয়ে এখন শহরের সব ফার্মেসি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়েছি। পাশাপাশি অবস্থান কর্মসূচিও চলবে।”

অন্যদিকে, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা কলেজের সামনে থাকা অবৈধ দোকান উচ্ছেদ ও নতুন গেট নির্মাণের দাবিতে কয়েকদিন ধরে বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর