Monday 27 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাপলা নয়, শিগগিরই এনসিপিকে অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি

‎স্টাফ করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২৫ ১৪:২৯ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৫ ১৪:৩৮

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। ছবি: সারাবাংলা

ঢাকা: নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, বিধিমালায় শাপলা প্রতীক না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই।‎ তিনি বলেন, নির্বাচন কমিশন স্ববিবেচনায় এনসিপিকে অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে।

‎সোমবার (২৭ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশের সময় এক প্রশ্নের জবাবে এসব তথ্য দেন ইসি সচিব।

ইসি সচিব আখতার আহমেদ জানান, ‎প্রতীক চূড়ান্ত হলে জাতীয় নাগরিক পার্টিকে নিবন্ধন সনদ দেবে নির্বাচন কমিশন। কিন্তু প্রতীক ইস্যুতেই দুটি ভিন্ন অবস্থানে এখনো অনড় এনসিপি ও নির্বাচন কমিশন। দলের প্রতীক হিসেবে শুরু থেকেই শাপলা চেয়ে আসছে তরুণদের নিয়ে গড়া নতুন দল এনসিপি। তবে শাপলা রাজনৈতিক দলের জন্য তৈরি করা প্রতীকের তালিকাতেই নেই।

বিজ্ঞাপন

‎শাপলার বদলে গেজেটকৃত ৫০টি প্রতীকের থেকে যেকোনো একটিকে বাছাই করতে এনসিপিকে চিঠিও দেয় কমিশন। তালিকা থেকে প্রতীক বাছাই করতে এনসিপিকে সময়ও বেঁধে দিয়েছিল নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সংস্থাটি।

‎তবে এনসিপি বলছে, তাদের পছন্দের শাপলা প্রতীক না দেওয়া হলে নির্বাচন কমিশনের তালিকাভুক্ত ৫০টি প্রতীকের অন্য কোনোটিই নেবে না তারা। ‎যদিও এনসিপি নির্বাচনি প্রতীক হিসেবে শাপলা না পেলে আন্দোলনে নামবে বলে জানিয়ে আসছে দলটির নেতারা।

নতুন রাজনৈতিক দল ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চলতি সপ্তাহেই হবে বলে জানান ইসি সচিব।