ঢাকা: নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, বিধিমালায় শাপলা প্রতীক না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই। তিনি বলেন, নির্বাচন কমিশন স্ববিবেচনায় এনসিপিকে অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশের সময় এক প্রশ্নের জবাবে এসব তথ্য দেন ইসি সচিব।
ইসি সচিব আখতার আহমেদ জানান, প্রতীক চূড়ান্ত হলে জাতীয় নাগরিক পার্টিকে নিবন্ধন সনদ দেবে নির্বাচন কমিশন। কিন্তু প্রতীক ইস্যুতেই দুটি ভিন্ন অবস্থানে এখনো অনড় এনসিপি ও নির্বাচন কমিশন। দলের প্রতীক হিসেবে শুরু থেকেই শাপলা চেয়ে আসছে তরুণদের নিয়ে গড়া নতুন দল এনসিপি। তবে শাপলা রাজনৈতিক দলের জন্য তৈরি করা প্রতীকের তালিকাতেই নেই।
শাপলার বদলে গেজেটকৃত ৫০টি প্রতীকের থেকে যেকোনো একটিকে বাছাই করতে এনসিপিকে চিঠিও দেয় কমিশন। তালিকা থেকে প্রতীক বাছাই করতে এনসিপিকে সময়ও বেঁধে দিয়েছিল নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সংস্থাটি।
তবে এনসিপি বলছে, তাদের পছন্দের শাপলা প্রতীক না দেওয়া হলে নির্বাচন কমিশনের তালিকাভুক্ত ৫০টি প্রতীকের অন্য কোনোটিই নেবে না তারা। যদিও এনসিপি নির্বাচনি প্রতীক হিসেবে শাপলা না পেলে আন্দোলনে নামবে বলে জানিয়ে আসছে দলটির নেতারা।
নতুন রাজনৈতিক দল ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চলতি সপ্তাহেই হবে বলে জানান ইসি সচিব।