Thursday 31 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মশিউরের মুক্তির দাবিতে ঢাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি


১১ জুলাই ২০১৮ ১১:৩৭

।। ঢাবি করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভা‌গের দ্বিতীয় বর্ষের ছাত্র ম‌শিউর রহম‌ানের নিঃশর্ত মুক্তির দা‌বি‌তে বিভাগের সামনে তালা ঝুলিয়ে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। বুধবার (১১ জুলাই) সকাল ৯টা থেকে বিভাগের সামনে অবস্থান নেন তারা।

এর আগে, সকাল ৮ টায় বিভাগের নির্ধারিত ক্লাস শুরু হলেও  খুব কম সংখ্যক শিক্ষার্থী অংশ নেন। শিক্ষার্থীরা জানান, গত ৫ জুলাই মানববন্ধন করে বিভাগের সকল ক্লাস পরীক্ষা বর্জন করা হয়। কিন্তু তা সত্ত্বেও আজ ক্লাস শুরু হলে সেখানে দুইশ শিক্ষার্থীর মধ্যে মাত্র ১০ জন উপস্থিত ছিলেন।

তারা আরও জানান, বিভা‌গের চেয়ারম্যান অধ্যাপক নেহাল ক‌রিম তার দপ্তরে আসলে ম‌শিউর‌কে ক্লাসে ফেরত চেয়ে স্মারকলিপি দেবেন সহপাঠীরা। সে পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জনসহ অবস্থান চলবে।

এসময় বিভাগের গেটে তালা লাগিয়ে দেয় শিক্ষার্থীরা। তিথি না‌মের এক ছাত্রী ব‌লেন, ‘যৌ‌ক্তিক আন্দোলনে অংশ নেয়ার কারণে একজন ছাত্র‌কে এভাবে নির্যাতন কখনও গ্রহণ‌যোগ্য নয়। আমরা আমা‌দের বন্ধু‌কে ক্লাসে ফেরত চাই।’

সারাবাংলা/কেকে/এএস

বিজ্ঞাপন
সর্বশেষ

বাংলাদেশের পরবর্তী অধিনায়ক কে?
৩১ অক্টোবর ২০২৪ ২৩:৩২

আরো

সম্পর্কিত খবর