Monday 27 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুঁজিবাজারের লেনদেন কমে ৪০০ কোটির নিচে

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২৫ ১৭:১৮ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৫ ১৯:১৪

ঢাকা স্টক একচেঞ্জ। ফাইল ছবি

ঢাকা: পুঁজিবাজারে দরপতনের ধারা অব্যাহত রয়েছে। আগের সপ্তাহের ধারাবাহিকতায় রোববার (২৬ অক্টোবর) উভয় পুঁজিবাজারে সূচকের পতন ঘটে। সোমবারও (২৬ অক্টোবর) এই ধারাবাহিকতা থেকে বের হয়ে আসতে পারেনি। সেইসঙ্গে কমেছে সার্বিক লেনদেন। বিনিয়োগকারীদের আগ্রহ কমে আসায় পুঁজিবাজারে লেনদেন কমে চারশ কোটির নিচে নেমে গেছে।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে লেনদেন শুরু হলেও শেষটা ছিল হতাশায় পরিপূর্ণ। সারাদিনের সূচকের ওঠানামা শেষে প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৭ পয়েন্টে। যা আগের দিন কমেছিল ২৩ পয়েন্ট।

বিজ্ঞাপন

সোমবার ডিএসইতে ৩৯৪ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের কার্যদিবসে হয়েছিল ৪৬১ কোটি ৫৬ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৬৭ কোটি ৩৭ লাখ টাকা, যা শতকরায় ১৫ শতাংশ।

ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৮১ টি বা ২০ দশমিক ৪৫ শতাংশের। আর দর কমেছে ২৬০ টি বা ৬৫ দশমিক ৬৬ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫৫ টি বা ১৩ দশমিক ৮৯ শতাংশের।

অপরদিকে সিএসইতে সোমবার ১৭ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ১৮৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৭ টির, কমেছে ১০৬ টির এবং পরিবর্তন হয়নি ২৬ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৩২১ পয়েন্টে। আগেরদিন সিএসইতে ১১ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ২৪ পয়েন্ট কমেছিল।

সারাবাংলা/একে/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর