Monday 27 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবি কোষাধ্যক্ষের সঙ্গে ডাকসু নেতাদের অশোভন আচরণ নিয়ে নিন্দা ছাত্রদল নেতা’র

ঢাবি করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২৫ ১৮:০৮ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৫ ১৯:১৩

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কোষাধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আলম এর সঙ্গে কয়েকজন ডাকসু নেতার আক্রমণাত্মক ও অশোভন আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

সোমবার (২৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এক পোস্টে তিনি এ নিন্দা জানান।

পোস্টে তিনি বলেন, ‘ওই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। ট্রেজারার মহোদয় জুলাই গণ-অভ্যুত্থানের সক্রিয় সংগঠক ছিলেন এবং শিক্ষার্থীদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। বিগত প্রশাসনের অব্যবস্থাপনার দায় বর্তমান ট্রেজারার মহোদয়ের ওপর চাপিয়ে অযাচিত চাপ সৃষ্টি করা অছাত্রসুলভ ও বিবেকহীন আচরণ।’

বিজ্ঞাপন

নাছির উদ্দীন আরও বলেন, ‘ডাকসুর পদবী ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর মবতন্ত্র প্রয়োগ করা অনাকাঙ্ক্ষিত। আমরা তাদেরকে দাবি আদায়ে নিয়মতান্ত্রিক পন্থা অনুসরণ করার আহ্বান জানাই।’

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তা ও অ্যাকাডেমিক পরিবেশ নিয়েও উদ্বেগ প্রকাশ করে ছাত্রদল সাধারণ সম্পাদক লেখেন, ‘বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে ভবঘুরে-উদ্বাস্তু, নেশাগ্রস্ত কিংবা মানসিক ভারসাম্যহীন এবং বীভৎস রোগাক্রান্তদের সরিয়ে দেওয়ার জন্য প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর তৎপরতা জরুরি। তারা শিক্ষার্থীদের বিশেষ করে নারী শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি।’

এ ছাড়া, ক্যাম্পাসে পর্যাপ্ত লাইটিং ব্যবস্থা ও দোকানপাটের নীতিমালা প্রণয়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনেক অনুমোদিত ও ভাসমান দোকানপাট রয়েছে। যেগুলোকে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে চিহ্নিত ও নিয়ন্ত্রণে আনতে হবে। দীর্ঘদিন ধরে যারা দোকান পরিচালনা করছে, তাদের হঠাৎ করে উচ্ছেদ করা সঠিক হবে না। প্রশাসনের উচিত দ্রুত নীতিগত সিদ্ধান্ত নিয়ে এসব দোকানকে কাঠামোর আওতায় আনা, নইলে নিত্যনতুন বিশৃঙ্খলা তৈরি হবে।’

তার মতে, বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক ও শিক্ষার্থীদের যৌথ উদ্যোগেই একটি নিরাপদ ও সুশৃঙ্খল ক্যাম্পাস গড়ে তোলা সম্ভব।

প্রসঙ্গত, রোববার ডাকসুর প্রাপ্য বাজেট প্রদানসহ তিন দফা দাবিতে ডাকসু ও হল সংসদের নেতারা রেজিস্ট্রার ভবনে আন্দোলন করেন। আন্দোলনকারীরা ভবনের তালা ভেঙে ভেতরে প্রবেশ এবং ঢাবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরীর কক্ষে গিয়ে দাবিগুলো বাস্তবায়নের জন্য স্লোগান দেন। একপর্যায়ে ডাকসু নেতাদের সঙ্গে কোষাধ্যক্ষের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পরে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা ও প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদের আশ্বাসে তারা কর্মসূচি স্থগিত করেন।