ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত আরও ৯৮৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে পুরুষ ৬৪৪ এবং নারী ৩৩৯ জন।
সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪১ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৭১, ঢাকা উত্তর সিটিতে ২২৭, ঢাকা দক্ষিণ সিটিতে ১৩৩, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬২, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪১, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৮, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২ এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।
চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সবমিলিয়ে ৬৬ হাজার ৪২৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর মৃত্যু হয়েছে ২৬৯ জনের। এর আগে, গতকাল রোববার দেশে ডেঙ্গু আক্রান্ত ১১৪০ জন হাসপাতালে ভর্তি হন। একই সময়ে মৃত্যু হয় ৪ জনের।
উল্লেখ্য, ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল। ওইবছর মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ ১২ হাজার ১৪ জন।