Monday 27 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উপাচার্যের আশ্বাসে চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের অনশন স্থগিত

রাবি করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২৫ ১৯:১৩ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৫ ১৯:৩০

অনশন ভাঙলেও শাটডাউন চলবে বলে জানিয়েছেন বিভাগের শিক্ষার্থীরা। অনশন ভাঙলেও শাটডাউন চলবে বলে জানিয়েছেন বিভাগের শিক্ষার্থীরা। ছবি: সারাবাংলা

রাবি: উপাচার্য সালেহ হাসান নকীবের আশ্বাসে অনশন ভেঙেছেন চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সভাপতির পদত্যাগের দাবিতে আমরণ অনশনে বসা পাঁচ শিক্ষার্থী। টানা ২৬ ঘণ্টা ধরে অনশন থাকায় অসুস্থ হয়ে পড়েন তারা।

এরপর সোমবার (২৭ অক্টোবর) বিকেলে সাড়ে ৪টায় উপাচার্য এসে তাদের আশ্বস্ত করেন। তবে অনশন ভাঙলেও শাটডাউন চলবে বলে জানিয়েছেন বিভাগের শিক্ষার্থীরা।

চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী খাইরুল ইসলাম অপি বলেন, ‘উপাচার্য স্যার আমাদের আশ্বস্ত করেছেন। তিনি সময় চেয়েছেন, তিনি বলেছেন এটা একটা প্রসেসের ব্যাপার। এখানে টেকনিক্যাল কিছু ইস্যু আছে। স্যারের রিকোয়েস্ট আমরা আজ অনশন ভেঙেছি তবে আমাদের শাটডাউন চলবে। আমরা কেউ ক্লাস পরীক্ষায় অংশগ্রহণ করবো না।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘ভিসি স্যার আগামী দুই দিন চট্রগ্রাম থাকবে বলে জানিয়েছেন। তিনি এসে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন। আমরা সে পর্যন্ত শাটডাউন চালিয়ে যাবো।’

এর আগে, রোববার (২৬ অক্টোবর) দুপুরে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীবের সঙ্গে এক আলোচনায় বসেন শিক্ষার্থীরা। তবে কোনো রকম আশ্বাস না পাওয়ায় তারা আমরণ অনশনে বসেন। প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে আমরণ অনশনের ঘোষণা দেন চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের রাইসুল মাহমুদ।

সারাবাংলা/এনএমই/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর