Monday 27 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২৫ ১৯:২৩ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৫ ১৯:৫৯

কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক

ঢাকা: সফররত কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে করেছে বিএনপি। সোমবার (২৭ অক্টোবর) সোমবার সন্ধ্যায় হোটেল সেরিনায় এই বৈঠক শুরু হয়।

কমনওয়েলথের ‘ইলেকটোরাল সাপোর্ট শাখা’ উপদেষ্টা ও ‘প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট’ প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজ-এর নেতৃত্বে প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনকালীন পরিবেশ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের সম্ভাবনা নিয়ে আলোচনাই বৈঠকের মূল বিষয় ছিল বলে জানা গেছে।

বিএনপির পক্ষ থেকে বৈঠকে নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।  প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ড. জিয়াউদ্দিন হায়দার, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর