Monday 27 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে দ্বিতীয় দিনের মতো বৈঠকে তারেক রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২৫ ১৯:২৮ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৫ ২০:৫০

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে দ্বিতীয় দিনের মতো ভার্চুয়ালি বৈঠক করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় বরিশাল ও খুলনা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে প্রথম পর্বের বৈঠক শুরু হয়। রাত ৮টায় ঢাকা বিভাগের মনোনয়ন প্রত্যাশীরা বৈঠকে অংশ নেবেন।

দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে তারেক রহমান প্রার্থীদের আহ্বান জানিয়েছেন দলীয় সিদ্ধান্ত ও প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে। পাশাপাশি বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে নির্দেশ দিয়েছেন তিনি।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং সেলিমা রহমান উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর