Monday 27 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ দফা দাবিতে রাজবাড়ীতে জামায়াতের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২৫ ১৯:৪৫

জামায়াতের বিক্ষোভ মিছিল। ছবি: সারাবাংলা

রাজবাড়ী: জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (২৭ অক্টোবর) বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার আয়োজনে শহরের আজাদী ময়দান থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। এর আগে আজাদী ময়দানে সমাবেশে মিলিত হন দলটির নেতাকর্মীরা।

বিক্ষোভ সমাবেশ ও মিছিলে বক্তব্য দেন-রাজবাড়ী-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমির অ্যাড: মো. নুরুল ইসলাম, রাজবাড়ী-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক মো. হারুন-অর-রশিদ, নায়েবে আমির হাসমত আলী হাওলাদার, সেক্রেটারি মো. আলিমুজ্জামান প্রমুখ।

বিজ্ঞাপন

এসময় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য প্রফেসর মো. হেলাল উদ্দিন, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সৈয়দ আহমেদ, সেক্রেটারি মাওলানা লিয়াকত হোসেন, রাজবাড়ী পৌর আমির ডাঃ মো. হাফিজুর রহমান, বালিয়াকান্দি উপজেলা আমীর মাওলানা আব্দুল হাই জোয়ারদার, পাংশা পৌর আমির কাজী ফরহাদ জামিল রুপুসহ জেলা, উপজেলা, পৌর জামায়াতের নের্তবৃন্দরা ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।।

সমাবেশে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি ও আগামী নভেম্বরে গণভোট আয়োজন, জাতীয় সংসদের উভয়কক্ষে পিআর পদ্ধতি চালু, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম অত্যাচার, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানানো হয়।

বক্তারা বলেন, জুলাই জাতীয় সনদ ঘোষিত হয়েছে এখন আমরা এর সাংবিধানিক স্বীকৃতি চাই। গণভোট চাই নভেম্বরে। দেশের মানুষ ২৪’র গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন দেখতে চায়। সরকারের কাছে আমরা দাবি জানাই দেশের মানুষের এই দাবি দ্রুত পূরণ করুন। বাংলাদেশের স্বাধীনতা, ইসলাম ও গণতন্ত্র রক্ষায় জামায়াতে ইসলামী সবসময় শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে। ভবিষ্যতেও সে ধারাবাহিকতা বজায় রাখবে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর