ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পোশাক খাতের আমদানি পণ্যের সুরক্ষায় যৌথ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিকেএমইএ)। জরুরি সমাধান হিসেবে নবনির্মিত টার্মিনাল-৩–এ অস্থায়ী ‘রাব হল’ স্থাপন করা হবে।
সোমবার (২৭ অক্টোবর) বিজিএমইএর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৮ অক্টোবরের অগ্নিকাণ্ডে আমদানি শেডটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় পোশাক খাতের আমদানি কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে দেশীয় রফতানি কার্যক্রম নির্বিঘ্ন রাখতে দ্রুত এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মূল্যবান কাঁচামাল ও অন্যান্য আমদানি পণ্যের সুরক্ষার জন্য ইতিমধ্যে রাব হল তৈরি ও স্থাপনের কার্যাদেশ দেওয়া হয়েছে। খুব শিগগিরই এর বাস্তবায়ন সম্পন্ন হবে।
এর আগে ২০ অক্টোবর বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান ও বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম সহ দুই সংগঠনের জ্যেষ্ঠ নেতারা এবং বাণিজ্য ও বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন একটি বৈঠক করেন। সেই বৈঠকেই এ যৌথ উদ্যোগের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
বিজিএমইএ জানিয়েছে, সরকারের সহযোগিতায় পোশাক শিল্পের আমদানি-রফতানি কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখতে তারা অঙ্গীকারবদ্ধ। এই উদ্যোগ দেশের রফতানি বাণিজ্য সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।