ঢাকা: গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ৪৭ বছর পূর্তি উপলক্ষ্যে সারাদেশে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও মহানগরে আলোচনা সভা, আনন্দ শোভাযাত্রা, কেক কাটা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে সংগঠনটির নেতাকর্মীরা।
বিভিন্ন স্থানে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।
সোমবার (২৭ অক্টোবর) সারাবাংলার ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টদের পাঠানো প্রতিবেদনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী—
রাজবাড়ী: রাজবাড়ীতে দুপুর ১২টায় জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল নেতৃত্বে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেলগেট মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
বিকেলে জেলা যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম ঝন্টুর নেতৃত্বে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেলগেট মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টুসহ অনেকেই।
বান্দরবান: এদিন বিকেলে জেলা যুবদলের উদ্যোগে শহরের কেন্দ্রীয় ঈদগা ময়দান থেকে র্যালিটি শুরু হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবু সাইদ মক্ত মঞ্চ সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বান্দরবান জেলা যুবদলের সভাপতি জহির উদ্দীন মাছুম সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য দেন সাধারণ সম্পাদক আরিফ উদ্দীন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল উল্লাহ বিপ্লব ও সদর উপজেলা যুবদলের সভাপতি মো. আলী প্রমুখ।
কুড়িগ্রাম: কুড়িগ্রামে দুপুরে জেলা বিএনপির কার্যালয় হতে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীর হাতে ব্যানার ফেস্টুন শোভা পায়।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা মহিলা দলের সভাপতি মোছা. রেশমা সুলতানা, সাধারণ সম্পাদক মোছা. মোসলেমা বেগম লিলি কায়কোবাদ, জেলা যুবদলের সভাপতি মো. রায়হান কবীর, সাধারণ সম্পাদক মো. নাদিম আহমেদসহ উপজেলা, ইউনিয়ন থেকে আসা যুবদলের নেতাকর্মীরা।
গাজীপুর: জেলায় মহানগরীর বিএনপি কার্যালয়ে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। বিকেল থেকেই জেলা ও মহানগরের বিভিন্ন এলাকা থেকে তৃণমূল নেতাকর্মীরা মিছিল সহকারে বিএনপি কার্যালয়ের সামনে সমবেত হন।
আলোচনা সভার সভাপতিত্ব করেন গাজীপুর জেলা যুবদলের সভাপতি আতাউর রহমান মোল্লা। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বেপারী। সভায় আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক ইয়াছিন আকরাম পলাশ, সহ-সভাপতি মিজানুর রহমান মিঠু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, দফতর সম্পাদক মো. মজিবুর রহমান ও জেলা যুবদলের অন্যান্য নেতারা।
ঠাকুরগাঁও: জেলায় দিনটি উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী।
বিকেলে পৌর শহরের পাবলিক ক্লাব মাঠ থেকে এক বিশাল বর্ণাঢ্য র্যালি বের করে যুবদলের নেতাকর্মীরা। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পুরো অনুষ্ঠানস্থল জুড়ে ছিল ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত উৎসবের আমেজ।
বগুড়া: বগুড়ায় সকাল সাড়ে ৬টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় দিনব্যাপী কর্মসূচির। এরপর বিকেল ৪টায় শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে প্রতিষ্ঠাবার্ষিকী র্যালিতে যোগদান করতে সমবেত হন বগুড়া শহরসহ ১২টি উপজেলার যুবদলের সকল ইউনিটের নেতারা।
এর আগে বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান এর সঞ্চালনায় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলম।
নরসিংদী: নরসিংদীর সদর উপজেলার চিনিশপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি মহসীন হোসাইন বিদ্যুৎ, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার, যুবদল নেতা আব্দুর রউফ ফকির রনি, জেলা যুবদলের সহ-সভাপতি ফরহাদ চৌধুরী, সনেট, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সদর থানা যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবির প্রমুখ।
সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি জেলখানার মোড় হয়ে সদর উপজেলার মোড়ে গিয়ে শেষ হয়।
পঞ্চগড়: এ উপলক্ষ্যে বিকেলে একটি বর্ণাঢ্য র্যালি জেলা বিএনপির কার্যালয়ের সমানে থেকে শুরু করে শহরের তেঁতুলিয়া এশিয়ান হাইওয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একইস্থানে এসে শেষ হয়।
এর আগে জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, পৌর বিএনপি’র সদস্য ও জজ কোর্টের পিপি এম এ বারি, জেলা যুবদলের দায়িত্বপ্রাপ্ত দফতর সম্পাদক মওদুদ আহমেদ, সদর উপজেলার আহ্বায়ক মনিরুজামান বিদ্যুৎ, সদ্স্য সচিব বশিরুল ইসলাম বশির, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ময়নুল ইসলাম, সদস্য সচিব নুর ইসলাম দিপু ও তেতুলিয়া উপজেলার সদস্য সচিব জাকির হোসেন প্রমুখ।