Monday 27 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ দফা দাবিতে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২৫ ২১:০১

জামায়াতের বিক্ষোভ মিছিল। ছবি: সারাবাংলা

বগুড়া: জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং সেই আদেশের ভিত্তিতে নভেম্বরে গণভোট, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে বগুড়া শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৭ অক্টোবর) বিকেলে জামায়াতে ইসলামী বগুড়া জেলা ও শহর শাখার উদ্যোগে স্থানীয় পৌর পার্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সেক্রেটারি অধ্যাপক আসম আব্দুল মালেক, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল হাকিম সরকার, শহর জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম ও আল-আমিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন শহর শাখার সভাপতি আজগর আলী, জামায়াত নেতা আব্দুস ছালাম তুহিন, মিজানুর রহমান, অ্যাডভোকেট শাহীন মিয়া, নুরুল ইসলাম আকন্দ, ইকবাল হোসেন প্রমুখ।

বিজ্ঞাপন

বক্তারা অবিলম্বে জামায়াতে ইসলামীর ৫ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। এতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

বগুড়ায় যুবককে কুপিয়ে খুন
২৭ অক্টোবর ২০২৫ ২২:৪৮

আরো

সম্পর্কিত খবর