Monday 27 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অদৃশ্য শক্তির বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে: বরকত উল্যাহ বুলু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২৫ ২২:১৩ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৫ ০০:২৬

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু

নোয়াখালী: বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু বলেছেন, একটি অদৃশ্য শক্তি আজকে দৃশ্যমান হচ্ছে। তার পাশাপাশি আরও অনেকগুলো অদৃশ্য শক্তি এখনও রয়েছে। আমরা যদি ঐক্যবদ্ধভাবে থাকতে না পারি, তাহলে আমাদের জন্য ভবিষ্যতে কঠিন থেকে কঠিনতম দিন অপেক্ষা করবে।

সোমবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫ টার দিকে নোয়াখালী জেলা শহরের শহিদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

সকল ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করার আহবান জানিয়ে বুলু বলেন, আমরা ১৭ বছর রাস্তায় ছিলাম, ১৭ বছর পরে আমরা এই রাস্তাটি তৈরী করেছি, আমাদের ৬৫ লাখ নেতাকর্মীর মিথ্যা মামলা ছিল, ২০ হাজার নেতাকর্মী পঙ্গুত্ব ভরণ করেছিল। হাজার হাজার নেতাকর্মী মামলার কারণে বাবা-মা জানাযা পড়তে পারে নাই, বোনের বিয়েতে অংশ নিতে পারে নাই। ৫ আগস্টের গণঅভ্যুত্থানে ১৪’শ জন শহিদের মধ্যে ৪৬২ জনই বিএনপি নেতাকর্মী। অতএব এই কারণে আন্দোলনের অগ্রনায়ক হচ্ছেন তারেক রহমান, অন্য কেউ নয়।

বিজ্ঞাপন

তিনি বলেন, আগামী মাসেই আমাদের প্রিয় নেতা তারেক রহমান দেশে ফিরবেন। এই যুবদলের নেতৃত্বে আপনারা সবাই নোয়াখালীর সর্বোচ্চ লোক ঢাকায় বিমানবন্দরে উপস্থিত থাকবেন। নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন হয় না। আগামী দিনে বাংলাদেশ যদি গড়তে হয়, বাংলাদেশ যদি উন্নয়ন করতে হয়, তাহলে তারেক জিয়ার ধানের শীষের জয় নিশ্চিত করে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।

সমাবেশে নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আমিন খানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, বিএনপি নেতা শহিদুল ইসলাম কিরন, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সলিম উল্যাহ বাহার হিরন, সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন, শহর বিএনপির সাবেক সভাপতি আবু নাছের, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদসহ প্রমুখ।

এর আগে শহরের পৌর বাজার থেকে বণাঢ্য র‌্যালি বের করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর