Monday 27 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় যুবককে কুপিয়ে খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২৫ ২২:৪৮

প্রতীকী ছবি

বগুড়া: জেলার সদর উপজেলায় হাবিবুর রহমান খোকন (৩৭) নামের এক যুবককে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে শহরের সেউজগাড়ী ইসকন মন্দিরসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হাবিবুর রহমান খোকন শহরের মালতিনগর দক্ষিণপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠায়।

জানা যায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে ইসকন মন্দিরের সামনে হঠাৎ চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে যায়। সেখানে তারা দেখেন, অন্ধকারে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি ধারাল অস্ত্র নিয়ে খোকনের ওপর হামলা করছে। এ সময় মানুষের চিৎকারে তাকে ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা খোকনকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

পুলিশ ঘটনাস্থল থেকে দু’টি মোটরসাইকেল উদ্ধার করেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। জড়িতদের শনাক্তে অভিযান চলছে।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর