পঞ্চগড়: জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরের মধ্যে গণভোটের আয়োজনসহ পাঁচ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) বিকেলে জামায়াতে ইসলামী বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার আয়োজনে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে শহরের চৌরঙ্গী মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরের মধ্যে গণভোটের আয়োজনসহ ৫ দফা দাবি জানান। অন্যাথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন বলেন, ‘যারা জামাযাতে ইসলামী বাংলাদেশকে নিষিদ্ধ করার স্বপ্ন দেখছেন তারাই স্বৈরাচারের পথে হাঁটছেন। তাদের এ স্বপ্ন কখনো পূরণ হবে না।’
এ সময় আরও জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা মফিজ উদ্দীন, সাধারণ সম্পাদক মাওলানা দেলওয়ার হোসাইন, জেলা ছাত্রশিবিরের সভাপতি রাসেদ ইসলাম ও জাতীয় গণতান্ত্রিক পার্টির মুখপাত্র ইন্জিনিয়ার রাশেদ প্রধান বক্তব্য দেন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে জামায়াতের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।