বেনাপোল: খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি এর অধীনস্থ বেনাপোল পোর্ট থানার দৌলতপুর বিওপির সদস্যরা একটি পিস্তলসহ একজনকে আটক করেছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোর ৫টায় সীমান্ত পিলার ১৭/৯ এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দৌলতপুর উত্তরপাড়া নামক স্থানে অভিযান চালায় বিজিবির সদস্যরা।
গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির অধিনায়ক লে. মোহাম্মদ খুরশীদ আনোয়ার পিবিজিএম পিএসসির নির্দেশনায় দৌলতপুর বিওপি’র একটি চৌকষ টহল দল আতাউর রহমানের বাড়ি থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করে।
আটক আতাউর রহমান দৌলতপুর গ্রামের সোলাইমান হোসেনের ছেলে।
আটকের বাড়িতে অভিযান চালিয়ে তার ঘরের পার্শ্বে ধানের গোলার মধ্যে পলিথিন দিয়ে মোড়ানো অভিনব কায়দায় লুকায়িত একটি পিস্তল উদ্ধার করা হয়। পরে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।