ঢাকা: ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগকর্তৃক সংঘটিত নারকীয় হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সমাবেশ করবে জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে এই বিক্ষোভ সমাবেশ ও পরে মিছিল হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানগর দক্ষিণের সহ-প্রচার সম্পাদক আব্দুস সাত্তার সুমন জানিয়েছেন, সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল।
এ ছাড়াও সমাবেশে কেন্দ্রীয় এবং মহানগরীর নেতারা উপস্থিত থাকবেন।
এদিকে একই দাবিতে বিকেল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে রামপুরা কাঁচাবাজারের অপরপ্রান্তে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।