Tuesday 28 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামালপুরে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২৫ ১৪:৪৮

স্থানীয় এলাকাবাসীর মানববন্ধন।

জামালপুর: জেলার নরুন্দি রেলওয়ে স্টেশনে সব আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি ও স্টেশনের অবকাঠামোগত উন্নয়নের দাবিতে রেলপথ আটকে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি প্রায় এক ঘণ্টা আটকে রাখেন তারা।

মঙ্গলবার (২৮ অক্টোবর) নরুন্দি ইউনিয়নের সর্বস্তরের জনগণ এ মানববন্ধনের আয়োজন করেন।

এ সময় দাবি আদায়ে ইউনিয়বাসীর সঙ্গে একমত পোষণ করে বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, নরুন্দি ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদুল হকসহ এলাকাবাসীর গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা অভিযোগ করেন, আশপাশের কয়েকটি ইউনিয়নের লোকজন এ স্টেশন থেকে যাতায়াত করে, কিন্তু সময়মতো কোনো আন্তঃনগর ট্রেন পাওয়া যায় না। তাই সব আন্তঃনগর ট্রেন এখানে যাত্রাবিরতির দাবি জানান তারা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর