Tuesday 28 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেরোবির ছাত্র সংসদ নীতিমালা অনুমোদিত: চলতি বছরেই নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২৫ ১৭:৩৪

মতবিনিময় সভায় উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী

রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদের নীতিমালা ২০২৫ রাষ্ট্রপতির আদেশক্রমে অনুমোদিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে এ তথ্য জানানো হয়।

উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, ‘চলতি বছরের মধ্যেই সুষ্ঠু নির্বাচন উপহার দেব। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে খুব দ্রুত রোডম্যাপ ঘোষণা করা হবে।’

সিন্ডিকেট সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় উপাচার্য জানান, ৩১ অক্টোবরের মধ্যে পাসের আশ্বাস দিয়েছিলাম, নির্ধারিত সময়ের আগেই অনুমোদন হয়েছে। নির্বাচন কমিশন গঠনসহ কারিগরি প্রস্তুতি নেওয়া হবে।

সভায় ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিক, রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

১৭ বছর পর এই নীতিমালা পাসের ফলে বেরোবিতে গণতান্ত্রিক চর্চা শুরু হবে বলে মনে করছেন শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীরা উল্লাস প্রকাশ করছেন। অনেকেই লিখেছেন, ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েও নির্বাচনের প্রক্রিয়া ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর