কেনিয়ার উপকূলীয় অঞ্চল কোয়ালেতে একটি ছোট বিমান বিধ্বস্তে ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১০ জন ইউরোপীয় ও একজন স্থানীয় পাইলট।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দেশটির বিমান সংস্থার বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
কেনিয়া সিভিল এভিয়েশন অথরিটি জানিয়েছে, বিমানটি জনপ্রিয় সমুদ্র সৈকত রিসর্ট ডিয়ানি থেকে বিশ্বখ্যাত মাসাই মারা গেম পার্কের একটি এয়ারস্ট্রিপের দিকে যাচ্ছিল। স্থানীয় সময় ভোর সাড়ে ৫ টায় এটি বিধ্বস্ত হয়।
মোম্বাসা এয়ার সাফারির পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানটিতে আটজন হাঙ্গেরিয়ান, দুজন জার্মান এবং একজন কেনিয়ান ক্রু ছিলেন। দুর্ঘটনায় তারা সবাই নিহত হয়েছেন।
সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, ‘এই মুহূর্তে আমাদের মূল মনোযোগ ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়া।’
স্থানীয় সংবাদমাধ্যমগুলো দুর্ঘটনাস্থলে বিমানটির আগুনে পোড়া ছবি প্রকাশ করেছে, যেখানে ধ্বংসাবশেষও ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যাচ্ছে।
কোয়ালি কাউন্টি কমিশনার স্টিফেন ওরিন্দে বিবিসিকে জানিয়েছেন, ডিয়ানি থেকে উড্ডয়নের পর বিমানটি কোয়ালি শহর থেকে প্রায় ১০ কিলোমিটার (ছয় মাইল) দূরে বিধ্বস্ত হয়। বিমানটি মাসাই মারার কিচওয়া টেম্বো এয়ারস্ট্রিপের দিকে যাচ্ছিল।
তিনি আরও যোগ করেছেন, খারাপ আবহাওয়ার কারণে দুর্ঘটনার কারণ অনুসন্ধানের তদন্ত ব্যাহত হচ্ছে।
ওরিন্দে বলেন, ‘এই মুহূর্তে এখানে আবহাওয়া খুব একটা ভালো না। ভোরের শুরু থেকেই বৃষ্টি হচ্ছে এবং কুয়াশাচ্ছন্ন, তবে আমরা নিয়ে আগে থেকে কিছু বলতে চাই না।’
উল্লেখ্য, গত আগস্ট মাসেও রাজধানী নাইরোবির উপকণ্ঠে চিকিৎসা দাতব্য সংস্থা অ্যামরেফের একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছিল, যাতে ছয়জন নিহত এবং দুজন আহত হন।