ঘূর্ণিঝড় ‘মেলিসা’ শুধুমাত্র জ্যামাইকাতেই ১৫ লাখ (১.৫ মিলিয়ন) মানুষকে প্রভাবিত করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটিজ। সংস্থাটি এই পরিস্থিতিকে ‘ব্যাপক প্রভাব’ সৃষ্টিকারী বলে সতর্ক করেছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দ্যা গার্ডিয়ানের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এএফপি সংবাদ সংস্থা জানিয়েছে, আইএফআরসি-এর ইংরেজি ও ডাচ-ভাষী ক্যারিবিয়ানের প্রতিনিধি দলের প্রধান নেসেফর মঘেন্দি সাংবাদিকদের বলেন, ‘১৫ লাখ মানুষ প্রভাবিত হতে পারে।’
মঘেন্দি সতর্ক করে দেন, এই সংখ্যাটি ‘কম করেও বলা হতে পারে।’
স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে, জ্যামাইকার পর ঘূর্ণিঝড় মেলিসা আজ দিনের শেষে পূর্ব কিউবায় আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া, সন্ধ্যায় হাইতিতে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের পরিস্থিতি পূর্বাভাস দেওয়া হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) বাহামাসে ঘূর্ণিঝড়ের পরিস্থিতি এবং একই দিনে টার্কস ও কাইকোস দ্বীপপুঞ্জে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের পরিস্থিতি দেখা যেতে পারে বলে পূর্বাভাস রয়েছে।
সোমবার হারিকেন মেলিসা সর্বোচ্চ শক্তির ক্যাটাগরি ৫ ঘূর্ণিঝড়ে রূপ নেয়। ঘণ্টায় ঝড়ের গতিবেগ ছিল ১৭৫ মাইল বা ২৮০ কিলোমিটার। এর প্রভাবে ব্যাপক বৃষ্টি ও প্রাণঘাতী বন্যা হতে পারে।
হারিকেন মেলিসা ক্যারিবীয় অঞ্চলে ১৯৮৮ সালে আঘাত হানা হারিকেন গিলবার্টের চেয়েও ভয়াবহ হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। গিলবার্টের আঘাতে জ্যামাইকায় ৪০ জনের বেশি প্রাণ হারিয়েছিলেন। ক্যারিবীয় দ্বীপপুঞ্জ ও মেক্সিকোয় সব মিলিয়ে কয়েক শ মানুষের মৃত্যু হয়েছিল।