Tuesday 28 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিএনপির বিরুদ্ধে একটি মহল প্রতিনিয়ত প্রোপাগাণ্ডা চালাচ্ছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২৫ ১৯:২০ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৫ ২০:১৪

নোয়াখালী: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় সহ-পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ বলেছেন, ‘এদেশে যারা ফ্যাসিস্টবিরোধী আন্দোলন করেছে, ফ্যাসিস্ট হাসিনার পতনের পর সবাই যখন ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে কাজ করতে চাইছে— ঠিক তখনই একটি ষড়যন্ত্রকারী মহল বিএনপির বিরুদ্ধে প্রতিনিয়ত প্রোপাগাণ্ডা চালাচ্ছে।’

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে নোয়াখালীর কবিরহাট উপজেলা যুবদলের আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বজলুল করিম চৌধুরী আবেদ বলেন, ‘আমরা স্পষ্টভাবে জানাতে চাই— বিএনপি এই ভালো সময়ে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে চায়। গত সাড়ে ১৭ বছরে বিএনপি নেতাকর্মীরা যে নির্যাতন সহ্য করেছে, তা অন্য কোনো রাজনৈতিক দল কখনো করেনি।’

বিজ্ঞাপন

সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক শাহাদাত হোসেন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আবদুল বাছেত হিরণ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য কামরুল হুদা চৌধুরী লিটন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খাঁন, কবিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, সদস্য সচিব বেলায়েত হোসেন খোকনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর