Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কৃষি গুচ্ছ থেকে বের হচ্ছে না বাকৃবি

বাকৃবি প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২৫ ১৯:২৪ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৫ ২০:১৪

ছবি: সংগৃহীত

বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষেও কৃষি গুচ্ছের মাধ্যমেই ভর্তি পরীক্ষা পরিচালনা করবে। যদিও গুচ্ছ পদ্ধতি থেকে আলাদা হওয়ার বিষয়ে আলোচনা হয়েছিল, শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পূর্বের পদ্ধতি বহাল রেখেছে। ফলে আগের বছরের মতোই এবারও বাকৃবির ভর্তি কার্যক্রম কৃষি গুচ্ছের আওতায় অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন বাকৃবি রেজিস্ট্রার ও কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্যসচিব কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন।

তিনি বলেন, ‘এবারও গুচ্ছ পদ্ধতিতেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কৃষি গুচ্ছে থাকার বিষয়ে আজ সরকারি নির্দেশনা দেওয়া হয়েছে। জনগণের দুর্ভোগ কমাতে এবং সরকারের সিদ্ধান্তের প্রতি আস্থা রেখে আমরা গুচ্ছ পদ্ধতির মাধ্যমেই ভর্তি পরীক্ষায় অংশ নেব।’

বিজ্ঞাপন

গত শিক্ষাবর্ষে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে শেষ পর্যন্ত গুচ্ছ ব্যবস্থার অংশ ছিল বাকৃবি। এবার গুচ্ছ পদ্ধতি থেকে সরে যাওয়ার সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত সব আলোচনা ও অনুমানকে পেছনে ফেলে গুচ্ছের মাধ্যমেই ভর্তি কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

দেশের মাটিতে ওসমান হাদির মরদেহ
১৯ ডিসেম্বর ২০২৫ ১৭:৫৩

আরো

সম্পর্কিত খবর