Tuesday 28 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রীর বৈঠক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২৫ ১৯:৪৯ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৫ ২০:১৪

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী

ঢাকা: পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বৈঠককালে উপদেষ্টা সফররত পাকিস্তানি মন্ত্রীকে স্বাগত জানান এবং জেইসির নবম বৈঠকের সফল সমাপ্তির জন্য তাকে অভিনন্দন জানান। তিনি উল্লেখ করেন, জেইসি অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত এবং বাণিজ্য ও বিনিয়োগকে নতুন করে উৎসাহিত করতে সহায়তা করবে।

পররাষ্ট্র উপদেষ্টা এবং সফররত পাকিস্তানি মন্ত্রী ২০২৫ সালের আগস্টে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরসহ দুই দেশের মধ্যে সাম্প্রতিক ইতিবাচক উন্নয়ন এবং সম্পৃক্ততার প্রতি সন্তোষ প্রকাশ করেন। তারা পারস্পরিক স্বার্থের বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে মতবিনিময় করেন। বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে গুরুত্বের ওপর জোর দেন।

বিজ্ঞাপন

অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার জন্য দুই দেশের মধ্যে নিয়মিত ব্যবসা-বাণিজ্য যোগাযোগ প্রচারের প্রয়োজনীয়তার ওপরও জোর দেন তারা। উভয় পক্ষ দুই দেশের জনগণের উপকারে আসবে এমন অংশীদারিত্ব এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

প্রসঙ্গত, পাকিস্তানের মন্ত্রী সোমবার ২৭ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) নবম সভায় যোগ দিতে তিন দিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর