Tuesday 28 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিতুমীর কলেজের ভবন যেন মাদক সেবন ও অনৈতিক কার্যকলাপের আস্তানা!

তিতুমীর কলেজ প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২৫ ২১:০৯ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৫ ২২:৪১

ঢাকা: রাজধানী ঢাকার সরকারি তিতুমীর কলেজের দুটি ভবন পরিণত হয়েছে অনৈতিক কর্মকাণ্ড ও মাদক সেবনের আখড়ায়। অভিযোগ উঠেছে, প্রশাসনিক ভবন ও নতুন বিজ্ঞান ভবনের নির্জন উপরের তলাগুলোতে নিয়মিত চলছে অসামাজিক কার্যকলাপ, যা কলেজের শিক্ষাবান্ধব পরিবেশ ও ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।

জানা গেছে, মহখালীতে অবস্থিত ওই কলেজের ভবনের দীর্ঘদিন অব্যবহৃত কক্ষ ও ওয়াশরুমে কিছু শিক্ষার্থী নিয়মিত মাদক সেবন করেন। একইসঙ্গে, সেখানে অনৈতিক সম্পর্কেও লিপ্ত হচ্ছে কিছু যুগল। শিক্ষার্থীদের দাবি, প্রশাসনের নীরবতা ও পর্যাপ্ত তদারকির অভাবে সম্প্রতি এসব কর্মকাণ্ড আরও বেড়েছে।

বিজ্ঞাপন

সরেজমিনে গিয়ে দেখা যায়, কলেজের প্রশাসনিক ভবনের দশম তলা দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় রয়েছে। ওই তলার ওয়াশরুমে পড়ে থাকতে দেখা যায় ব্যবহৃত জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ও নারীদের অন্তর্বাস। পাশাপাশি সিঁড়ির পাশে মাদক সেবনের উপযোগী আসন তৈরি করা হয়েছে, যেখানে ছড়িয়ে আছে অসংখ্য সিগারেটের খোসা ও খালি প্যাকেট।

একই চিত্র দেখা গেছে নতুন বিজ্ঞান ভবনের দশম তলাতেও। সেখানে ওয়াশরুমের ভেতর ও কোণায় পড়ে আছে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর মোড়ক, যা থেকে সহজেই অনুমান করা যায় সেখানে নিয়মিতভাবে অনৈতিক কার্যকলাপ চলে আসছে।

শিক্ষার্থীরা বলছেন, কলেজ প্রশাসনের নজরদারির ঘাটতির কারণেই এসব কর্মকাণ্ড নিরবচ্ছিন্নভাবে চলছে।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমদ বলেন, ‘এগুলো নিয়ন্ত্রণের জন্য কমিটি গঠন করা হয়েছে। তারা বিষয়টি পর্যবেক্ষণ করবে। অব্যবহৃত কক্ষ ও ওয়াশরুম তালাবদ্ধ করার পাশাপাশি সেখানে সিসিটিভি স্থাপনের ব্যবস্থা নেওয়া হচ্ছে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।’

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী শিহাব বলেন, ‘একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এমন কর্মকাণ্ড কোনোভাবেই কাম্য নয়। প্রশাসনের উদাসীনতার কারণেই এসব ঘটনা ঘটছে। ভবনগুলোতে নিয়মিত টহল ও সিসিটিভি ক্যামেরা স্থাপন জরুরি, যেন শিক্ষার্থীরা নিরাপদ পরিবেশ বজায় থাকে।’

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তারেক হোসেন বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের প্রথম দায়িত্ব শিক্ষার্থীদের সুরক্ষা ও নৈতিক পরিবেশ নিশ্চিত করা। কিছু অব্যবহৃত স্থানে এমন অনৈতিক কার্যকলাপ চলা অত্যন্ত দুঃখজনক। প্রশাসনের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর