ঢাকা: কথাশিল্পী মনি হায়দারের বিশালায়তনের উপন্যাস ‘মোকাম সদরঘাট’-এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি প্রকাশনা প্রতিষ্ঠান বেঙ্গল বুকস অফিসে এই উৎসব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট নাট্যজন ও অনুবাদশিল্পী খায়রুল আলম সবুজ।
আরও ছিলেন বিশিষ্ট কথাশিল্পী রফিকুর রশীদ। বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে মোকাম সদরঘাট উপন্যাসে ওপর আলোচনা করেন প্রাবন্ধিক- গবেষক সোহানুজ্জামান ও ড. ফালগুনী তানিয়া।
অনুষ্ঠানের শুরুতে প্রকাশক আজহার ফরহাত উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে বলেন, “কথাশিল্পী মনি হায়দারের বিশালাতয়নের উপন্যাস ‘মোকাম সদরঘাট’ প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত। বড় উপন্যাস প্রকাশ করা দামের দিক থেকে ঝুঁকির অনুমানকে মিথ্যা প্রমাণ করে মোকাম সদরঘাট ব্যাপক পাঠক প্রিয়তা অর্জন করেছে।”
আলোচনায় অংশ নিয়ে ফালগুনী তানিয়া মোকাম সদরঘাট উপন্যাসের বিস্তৃত পটভূমি আলোকপাত করতে গিয়ে নদী, লঞ্চপথ, লঞ্চের যাত্রীদের আসা যাওয়ার বিচিত্র নিয়ে অনুষঙ্গে বলেন, ‘মোকাম সদরঘাট বাংলা সাহিত্যে অভিনব আয়োজন। বড় উপন্যাস হলে কিছু সীমাবদ্ধতাও থাকে, সেই সীমাবদ্ধতা অতিক্রম করে মোকাম সদরঘাট অনেক চরিত্রের সমারোহে নতুন একটা দিগন্ত উন্মোচন করেছে।’
‘নদীর সঙ্গে আবহমান বাংলার শ্রমজীবী জনতার বহুমাত্রিক সম্পর্ক এবং দেশের দক্ষিণাঞ্চলের জীবনের অনেক অজানা আখ্যান, একজন আবির হাসানের জীবনের লড়াইয়ের মধ্যে দিয়ে নগর জীবনে লড়াকু লেখকের লড়াই করে টিকে থাকার বিড়ম্বিত দিন-রাত্রি মোকাম সদরঘাট উপন্যাসকে বাংলা ভাষার পাঠকেরা মনে রাখতে বাধ্য হবে’- এইভাবেই মোকাম সদরঘাট উপন্যাস সম্পর্কে নিজের বিশ্লেষণ উপস্থাপন করেন সোহানুজ্জামান।
অনুষ্ঠানের শেষে ঔপন্যাসিক মনি হায়দার এক প্রতিক্রিয়ায় বলেন, ‘উপন্যাসের নানা ধরনের সমালোচনা থাকবে। বড় কাজের বড় দায়। কিন্ত আমি জীবন যাত্রায় যা দেখেছি, শুনেছি, শিখেছি- মোকাম সদরঘাট উপন্যাসে সেসবই তুলে ধরার চেষ্টা করেছি। বিচিত্র চরিত্র আর ছোট ছোট ঘটনার মধ্যে দিয়ে লঞ্চপথের দেখা ভূগোলই এসেছে গোটা মোকাম সদরঘাট-এ।’
তিনি আরও বলেন, ‘এই উপন্যাসের আরেকটি বিষয় হলো- গ্রাম ও শহরের মানুষের মধ্যে ব্যবধানের পটভূমি। আজন্ম হিন্দু-মুসলমানের একত্র বসবাসের যে সুখের দিনযাপন, মোকাম সদরঘাট সেই বুনন আছে। ফলে, আমি নিশ্চিত করে বলতে পারি- মোকাম সদরঘাট একটা সফল স্বার্থক উপন্যাস।’
মোকাম সদরঘাট উপন্যাস সর্ম্পকে আরও আলোচনা করেন- কবি বাবুল আনওয়ার, বই সম্পাদক ফয়সাল আহমেদ, সরকার আবদুল মান্নান, আঁখি সিদ্দিকা, তরিকুল আলম, কবি ফয়সাল আহমেদ, গল্পকার খালেক মল্লিক। অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন মারমেইড সম্পাদক তৌহিদ ইমাম।