ঢাকা: রাষ্ট্রায়ত্ত কোনো প্রতিষ্ঠান কিংবা কোনো প্রতিষ্ঠানের শেয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সেনাবাহিনীর কাছে হস্তান্তর হচ্ছে না। এ-সংক্রান্ত দুটি পৃথক প্রস্তাব নাকচ করে দিয়েছে ‘অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’।
জানা যায়, মঙ্গলবার (২৮ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের মালিকানাধীন ‘চিটাগাং ড্রাই ডক লিমিটেড’-এর শেয়ারগুলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে ন্যস্তকরণ এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন (বিটিএমসি) এর নিয়ন্ত্রণাধীন চট্ট্গ্রামের ভাটিয়ারিতে অবস্থিত ‘জলিল টেক্সটাইল মিলস লিমিটেড’-কে সেনাবাহিনীর নিকট হস্তান্তরের দুটি পৃথক প্রস্তাব নীতিগত অনুমোদনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে উপস্থাপন করা হয়। কিন্তু কমিটি প্রস্তাব দুটিতে নীতিগত অনুমোদন দেয়নি।
এর মধ্যে জলিল টেক্সটাইল মিলটি চট্টগ্রাম অঞ্চলে বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি (বিওএফ) সম্প্রসারণের জন্য চাওয়া হয়েছিল বলে জানা যায়।
দেশের বাইরে থাকায় অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বৈঠকে ভার্চুয়ালি অংশ নিয়ে সভাপতিত্ব করেন।