ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ২০ অনুচ্ছেদে প্রস্তাবিত সংশোধনীকে ‘গণতান্ত্রিক অধিকার হরণ’ বলে অভিহিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটি এ বিষয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলকে মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে একটি চিঠি পাঠিয়েছে।
চিঠিতে বিএনপি জানায়, রাজনৈতিক দল ও জোটগুলোর নিজেদের বিবেচনায় জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ তাদের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার। কিন্তু প্রস্তাবিত সংশোধনীর ফলে জোটবদ্ধ দলগুলোকে নিজেদের প্রতীক ব্যবহার করতে বাধ্য করা হলে তাদের রাজনৈতিক স্বাধীনতা ক্ষুণ্ণ হবে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, ‘আপনি আমাদের আশ্বস্ত করেছিলেন যে গণপ্রতিনিধিত্ব আদেশের ২০ নম্বর অনুচ্ছেদে কোনোরূপ সংশোধনী আনা হবে না, কিন্তু ২৪ অক্টোবর বিভিন্ন গণমাধ্যমে ‘জোট করলেও ভোট করতে হবে দলীয় প্রতীকে’—এমন খবর প্রকাশিত হলে আমরা হতবাক হই।’
বিএনপি দাবি করে, এই সংশোধনী মূলত জোট রাজনীতিকে সীমিত করবে এবং অতীতের নির্বাচনে দলগুলোর যে স্বাধীনতা ছিল তা কেড়ে নেবে। দলটি পুনরায় আইন উপদেষ্টার মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে অনুরোধ জানিয়েছে, ২০ অনুচ্ছেদের পূর্বের বিধান বহাল রাখতে এবং রাজনৈতিক দলগুলোর মতামত ছাড়া এ ধরনের সিদ্ধান্ত না নিতে।
চিঠিতে বলা হয়, জোট গঠনের মূল উদ্দেশ্য নির্বাচনে জয়ী হওয়া। সে লক্ষ্যে জোটবদ্ধ রাজনৈতিক দলগুলোর নিজেদের পছন্দ অনুযায়ী প্রতীক ব্যবহারের অধিকার রয়েছে।
উল্লেখ্য, এর আগে ২৪ অক্টোবর আরপিও’র সংশোধনী বিষয়ে নির্বাচন কমিশনের প্রস্তাবে বলা হয়, ভবিষ্যতে কোনো জোটবদ্ধ দলকে জোটের প্রতীক নয়, বরং নিজ দলের প্রতীকেই নির্বাচনে অংশ নিতে হবে। তবে এ প্রস্তাবের বিরোধিতা করেছে বিএনপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল।