Wednesday 29 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মন্থা’

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৫ ০৮:৫৩

ছবি: সারাবাংলা

ঢাকা: কয়েক দিনের টানা শুষ্ক আবহাওয়া ও গরমের পর রাজধানীবাসীর জন্য আসছে স্বস্তির খবর। বুধবার (২৯ অক্টোবর) ঢাকা ও আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। এতে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদফতরের সকালে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, আজ আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দিনের কিছু সময় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। চলতি সপ্তাহের শেষ দিকে ঘূর্ণিঝড় ‘মন্থা’ আরও ঘনীভূত হতে পারে, যার প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির মাত্রা বাড়বে এবং তাপমাত্রা আরও কিছুটা হ্রাস পাবে।

বিজ্ঞাপন

বুধবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ৯১ শতাংশ। গতকাল রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে বলা হয়েছিল, আজ বুধবার সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বিশেষ করে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহের কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আজও ঢাকার বায়ু অস্বাস্থ্যকর
২৯ অক্টোবর ২০২৫ ০৯:০০

আরো

সম্পর্কিত খবর