Wednesday 29 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৫ ১০:৩৪

ছবি: সংগৃহীত

ঢাকা: জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (২৯ অক্টোবর) দুপুর ১২টায় রাজধানীর বাংলামোটরে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

দলের যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, খালেদ সাইফুল্লাহ, জাবেদ রাসিন ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসাসহ কেন্দ্রীয় নেতারা।

জানা গেছে, ঐকমত্য কমিশনের সুপারিশের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এফএন/ইআ