Wednesday 29 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণভোট দেরি হলে জাতীয় নির্বাচন সংকটে পড়বে: গোলাম পরওয়ার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৫ ১৩:৪৭ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ১৫:৫৪

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জাতীয় নির্বাচনের দিন অথবা আগে গণভোট দেওয়ার বিষয়ে সুনির্দিষ্ট তারিখ না বলে ঐকমত্য কমিশন যে জটিলতা তৈরি করেছেন তার ফলে গণভোট দিতে যত দেরি হবে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তত সংকট ও সংশয় তৈরি হবে। এখন জাতিকে এই সংকট থেকে মুক্ত করতে পারেন প্রধান উপদেষ্টা।

বুধবার(২৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে এক সংবাদ সম্মেলনে সারাবাংলা প্রতিবেদকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ঐকমত্য কমিশন যে রিপোর্ট জমা দিয়েছে সেখানে ওনারা (গণভোট কখন হবে) সে বিষয়ে কনক্রিট কোনো কথা বলেননি। তারা বলেছেন, জাতীয় নির্বাচনের দিনে অথবা তার আগে যেকোনো সময়। তার মানে উনারা ঝুলিয়ে রেখেছেন। এটা বলাতে একটা ক্রিটিকাল পরিস্থিতির তৈরী হয়েছে। এখন বল চলে গেছে সরকারের কোটে। সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে। এক্ষেত্রে আমাদের সবগুলো দলের পরিস্কার বক্তব্য যে এই ঐকমত্য কমিশন যদি সুনির্দিষ্ট করে জাতীয় নির্বাচনের পূর্বে নভেম্বরে গণভোটের তারিখটা বলে দিতেন তাহলে জিনিসটা ঝামেলা হতো না।

বিজ্ঞাপন

তিনি বলেন, এখন দুই/একটা দল যারা একই দিনে গণভোট আর জাতীয় নির্বাচনের কথা বলছেন এতে তারাও যেমন কথা বলার সুযোগ পেলেন, আর আমরা যারা আগে গণভোট চাচ্ছি আমরাও সুযোগ পেয়েছি। মাঝখান দিয়ে ঐকমত্য কমিশন বেঁচে গেছে।

জামায়াত সেক্রেটারি বলেন, আমরা আজকে বলতে চাই সরকারের এখন দায়িত্ব পড়ে গেছে গণভোটের তারিখ ঘোষণা করা। জাতীয় নির্বাচনের আগে গণভোট দেওয়ার তারিখ যদি ঘোষণা করা না হয় তাহলে যত দেরি করা হবে ততই কিন্তু মূল জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে নতুন সংকট দেখা দেবে। জটিলতা এড়াবার জন্য আমরা সমমনা আটটি দল অবিলম্বে প্রধান উপদেষ্টা তিনি যেমন সরকারেরও প্রধান, তিনি জাতীয় ঐকমত্য কমিশনেরও প্রধান। দুই জায়গার প্রধান হওয়ার কারণে ওনার দায়িত্ব হয়ে পড়েছে জাতিকে এই সংকট সংশয় মুক্ত করা।

তিনি বলেন, রাজনীতির আকাশে যে মেঘ জমেছে এই মেঘটাকে দূর করে একটা আলোর নিশানা তিনিই দিতে পারেন। সেটা নভেম্বরের মধ্যেই গণভোটের তারিখ দিতে হবে। আর যে জুলাই সনদের ব্যাপারে আমরা ঐকমত্য হয়েছি সেই আদেশ জারি করতে হবে। যত দেরি হবে তত কিন্তু জাতীয় নির্বাচনের মূল তারিখ সংকটের মধ্যে পড়ার আশঙ্কা আছে।

ঐকমত্য কমিশন নিন্মকক্ষের পিআর নিয়ে কোনো প্রস্তাব দেয়নি। তারা উচ্চকক্ষে পিআর বাস্তবায়নের কথা বলেছে। কিন্তু জামায়াত ও ইসলামী আন্দোলন উভয় কক্ষে পিআর চায়। এ সংক্রান্ত প্রশ্নের জবাবে গোলাম পরওয়ার বলেন, আমাদের মধ্যে যে দলগুলো আছে তারা কেউ উচ্চকক্ষে পিআর চায়, আর জামায়াত ও ইসলামী আন্দোলন উভয় কক্ষে পিআর পদ্ধতি চায়। আমরা আমাদের দাবিতে অটল আছি। এ দাবির পক্ষে আন্দোলন চলবে।

সারাবাংলা/এমএমএইচ/ইআ
বিজ্ঞাপন

আরো