Wednesday 29 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৫ ১৪:২৬

ক্যাম্পাস প্রাঙ্গণে শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন।

সুনামগঞ্জ: একাধিক প্রতিষ্ঠানে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত অধ্যক্ষ মো. সোহরাব হোসেনকে সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটে পদায়নের প্রতিবাদে ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে জেলার শান্তিগঞ্জ উপজেলার টেক্সটাইল ইনস্টিটিউট ক্যাম্পাস প্রাঙ্গণে শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন। পাশাপাশি ক্যাম্পাসের একাডেমিক প্রশাসনিক ভবনও শিক্ষার্থীরা তালাবদ্ধ করে রাখেন।

বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থী আমিন উদ্দিন, লিটন মিয়া,আপন মিয়া প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ‘টেক্সটাইল ইনস্টিটিউটটে যে অধ্যক্ষকে পদায়ন করা হয়েছে তার বিরুদ্ধে বিভিন্ন নানা অনিয়ম দূর্নীতির অভিযোগসহ নারী কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। আমরা এমন অধ্যক্ষ আমাদের কম্পাসে চাই না। আমাদের দাবি না মানলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর