Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএমপির মাদকবিরোধী অভিযানে ৪০০ ইয়াবা পিস জব্দ


১১ জুলাই ২০১৮ ১৪:১৬ | আপডেট: ১১ জুলাই ২০১৮ ১৫:৪৩

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকাঃ রাজধানীর তেজগাঁও  এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট, ২ কেজি গাঁজা উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশ। এ সময় মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে আটক করা হয়।

বুধবার (১১ জুলাই) দুপুর ১২টা থেকে অভিযান শুরু হয়ে চলে দুপুর দেড়টা পর্যন্ত। তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ কমিশনার সাত্যকী কবিরাজ  অভিযান শেষে সাংবাদিকদের  জানান, দেড় হাজার পুলিশ সদস্য, গোয়েন্দা পুলিশ, ডগ স্কোয়াট ও বোম্ব ডিসপোজাল ইউনিট এতে অংশ নেন ।

সাত্যকী কবিরাজ বলেন, ডিএমপির মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তেজকুনিপাড়া, নাখালপাড়া এলাকায় অভিযান চালানো হয়। প্রত্যেক ঘরে ঘরে তল্লাশি চালানো হয়। এ সময় বেশ কয়েকটি ঘর থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এছাড়া ২ কেজি গাঁজাও জব্দ করা হয়। অভিযানে ৬ জনকে আটক করা হয়। এরা সবাই মাদক বিক্রেতা ও সেবক।

তিনি আরও বলেন, তেজগাঁও এলাকায় যেখানেই মাদক পাওয়া যাবে সেখানেই অভিযান পরিচালনা করা হবে। কাউকে মাদক ব্যবসার সাথে যুক্ত থাকতে দেওয়া হবে না।

সারাবাংলা/ইউজে/জেডএফ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর