Wednesday 29 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানে সড়ক নির্মাণে বাধাসহ চাঁদা দাবির প্রতিবাদে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৫ ১৪:৩৬

বালাঘাটা এলাকার বাসিন্দাদের মানববন্ধন।

বান্দরবান: বান্দরবানে প্রভাবশালী ব্যক্তি কর্তৃক সড়ক নির্মাণে বাধা প্রদান ও চাঁদা দাবির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকালে জেলা শহরের পশ্চিম বালাঘাটা এলাকায় সর্বস্তরের জনসাধারনের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা পূর্ব পুরুষের আমল থেকে পশ্চিম বালাঘাটা এলাকায় বসবাস করছি। বর্তমানে আমাদের পাড়ায় প্রায় ২০০ পরিবার রয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমাদের এলাকাটি প্রথম শ্রেণীর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে হওয়ার পরও আমাদের যাতায়াতের কোনো রাস্তা নেই। দীর্ঘ বছর ধরে আমরা অনেক কষ্ট করে যাতায়াত করে আসছি। বিশেষ করে এলাকার কোনো বাসিন্দা গুরুত্বর অসুস্থ হলে কাঁধে করে অনেক পথ হেটে রাস্তায় এনে হাসপাতালে নিতে হয়।

বিজ্ঞাপন

বক্তারা আরও বলেন, এই রাস্তাটি নির্মাণ করার জন্য বেশ কয়েকবার টেন্ডার হয়েছে। কিন্তু অদৃশ্য কারণে আমাদের রাস্তাটি না হয়ে অন্য জায়গায় রাস্তা নির্মাণ হয়েছে। সর্বশেষ বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ৭৪ লাখ টাকা ব্যয়ে পশ্চিম বালাঘাটা ১ নম্বর ওয়ার্ডের রাস্তাটি নির্মাণ করার জন্য টেন্ডার হয়। পরবর্তীতে ঠিকাদারের প্রতিনিধিরা রাস্তাটি নির্মাণ করতে আসলে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি মকসুদ কোম্পানী ও তার ভাতিজা দিদারুল আলম রাস্তার কাজ বন্ধ করে দেয় এবং ঠিকাদারের প্রতিনিধিদের মারধরের হুমকিসহ চাঁদা দাবি করে।

যদি ভবিষ্যতে রাস্তানির্মাণ কাজে তারা বাধা দেয় তাহলে এলাকার সাধারণ জনগন তা কঠোর হস্তে দমন করবে বলে হুশিয়ারি দেন বক্তারা।

মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, সুনীল দে, মো. আজম, বাবু দে, বাসু দেসহ এলাকার শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর