Wednesday 07 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোলে সম্পন্ন বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দানোৎসব

লোকাল করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৫ ১৪:৪৬

বেনাপোলের স্বপন বড়ুয়া বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত কঠিন চীবর দানোৎসব।

বেনাপোল: বেনাপোল ভিক্ষু সংঘের উদ্যোগে চতুর্থবারের মতো তথাগত সম্যক সম্বুদ্বের প্রশংসিত বৌদ্ধদের শ্রেষ্ঠতম ধর্মীয় উৎসব কঠিন চীবর দানোৎসব সম্পন্ন হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) দুপুর ১২টায় বেনাপোলের স্বপন বড়ুয়া বৌদ্ধ বিহারে এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ভদন্ত শীল রক্ষিত ভিক্ষু। যশোর জেলার একমাত্র বৌদ্ধ বিহারের বেনাপোল মঞ্চে সভাপতিত্ব করেন ভদন্ত বোধিমিত্র মহাস্থবির, প্রধান ধর্মদেশক ভারতের কোলকাতার টালিগঞ্জ ম্যুর এভিনিউর বুদ্বি সমিতির ভদন্ত ড.অরুন জ্যোতি মহাথের, মুখ্য আলোচক ভদন্ত মেত্তাবিহারী ভিক্ষু।

বিশেষ অতিথি পুলিশ সুপার রওনক জাহান, উপজেলা সহকারি কমিশনার ভুমি নিয়াজ মাখতুম।পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) এস আই মানিক সাহা, বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাখাওয়াত।

বিজ্ঞাপন

বক্তারা প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘বিগত দিনে আমাদের শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন করার জন্য কোনো সরকার সহযোগিতা করেননি। ইউনুস সাহেব আমাদেরকে জমি দিয়েছেন এজন্য বাংলাদেশ বৌদ্ধ সমিতির পক্ষ থেকে তাকে অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি।’

অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর