Wednesday 29 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনসিপিকে গুরুত্ব দিয়ে অন্য দলগুলোর সঙ্গে প্রতারণা করেছেন সরকার : নুর

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৫ ১৫:৪৫ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ১৬:২৮

জাতীয় প্রেসক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানে নুরুল হক নুর।

ঢাকা: গণ-অধিকার পরিষদের সভাপতি ও জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা নুরুল হক নুর বলেছেন, অন্তর্বর্তী সরকার জামায়াত ও এনসিপিকে প্রাধান্য দিয়ে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে প্রতারণা করেছে।

জাতীয় নির্বাচনের আগে গণভোটের প্রস্তাবকে ‘জনগণকে বিভ্রান্ত করার কৌশল’ বলে মন্তব্য করেছেন গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, “গণভোটের কথা বলা মূলত জনগণকে ব্লাফ, আইওয়াশ করার জন্য কিনা, তা এখনো পরিষ্কার নয়।”

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানে এসব বলেন তিনি।

তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার জামায়াত ও এনসিপিকে অতিরিক্ত গুরুত্ব দিয়েছে, অথচ অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো কার্যকর সমন্বয় করেনি। নুরের ভাষায়, “এভাবে বিভাজন সৃষ্টি করে সরকারের পক্ষে স্থায়ী সমাধান আনা সম্ভব নয়।”

বিজ্ঞাপন

নুর আরও বলেন, “গণ-অধিকার পরিষদ নতুন বছরের নতুন মাসের প্রথম সপ্তাহেই নির্বাচন চায়। জানুয়ারিতে নির্বাচন সম্ভব হলে ফেব্রুয়ারিতে ঠেলে দেওয়ার প্রয়োজন নেই।”

তিনি হীনস্বার্থের রাজনীতি পরিহার করে ঐক্যের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর