Wednesday 29 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বন্দর লিজ দেওয়া হচ্ছে না, অপারেটর নিয়োগ দেওয়া হচ্ছে’

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৫ ১৫:৪৯ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ১৭:৩৮

নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এম সাখাওয়াত হোসেন – (ফাইল ছবি: সংগৃহীত)

ঢাকা: নৌ পরিবহণ মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের বন্দর কাউকে লিজ দেয়া হচ্ছে না। শুধু ব্যবস্থাপনায় অপারেটর নিয়োগ দেওয়া হচ্ছে। ডিসেম্বরের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে অনেকগুলো ধাপ সম্পন্ন করছে সরকার। বিভিন্ন দেশেও এ ধরনের প্রক্রিয়া রয়েছে। বিদেশে রেলও প্রাইভেটভাবে পরিচালিত হয়। শুধু তারা সরকারের লাইন ব্যবহার করে।

বুধবার (২৯ অক্টোবর) রাজধানীতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ‘নেভিগেটিং দ্য ব্লু ইকোনমি ওশেন রির্সোসেস ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

নৌ পরিবহণ উপদেষ্টা বলেন, গত ১৭ বছর এসব নিয়ে কেউ কথা বলেনি। এখন এটি নিয়ে অনেকে প্রশ্ন করছে। কাকে দেওয়া হবে- এটি প্রকাশিত হয়ে গেলে দরকষাকষিতে পিছিয়ে পড়বে বাংলাদেশ।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্হিবিশ্বে সরকার কোন কাজ করে না। শুধু নীতি প্রণয়ন করে। কিন্তু আমাদের দেশে সরকারকেই সব কাজ করতে হয়। সে কারণে অন্যদের তুলনায় আমরা পিছিয়ে আছি। সুনীল অর্থনীতিকে ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশ পাশ্ববর্তী দেশ শ্রীলংকা ও ভারতের তুলনায় পিছিয়ে।

ড. এম সাখাওয়াত হোসেন বলেন, শুধুমাত্র রাজনৈতিক সদিচ্ছার অভাবে সুনীল অর্থনীতি কার্যক্রম বাস্তবায়ন হয়নি এখন পর্যন্ত। শুধু পরিকল্পনায় আটকে আছে। পরিকল্পনার পাশাপাশি দ্রুত কাজ শুরুর প্রয়োজনীয়তা রয়েছে। এছাড়া আমাদের কোন কাজের আগে গবেষণা কম। সে কারণে বাংলাদেশের সুনীল অর্থনীতির সম্পদ বাংলাদেশ থেকে মিয়ানমারের দিকে চলে যাচ্ছে।

সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশের ক্রমবর্ধমান জনসংখ্যা বাড়ছে। সে কারণে ভূমি সম্পদ হ্রাস পা্ছে। যা জাতিকে তার সামুদ্রিক সম্ভাবনাকে কাজে লাগাতে বাধ্য করছে। বঙ্গোপসাগর এই প্রচেষ্টার কেন্দ্রবিন্দুতে রয়েছে। কেবল তার সমৃদ্ধ সামুদ্রিক সম্পদের জন্যই নয় বরং এর কৌশলগত অবস্থানের জন্যেও। কারণ বাংলাদেশের ৯০ শতাংশের বেশি বাণিজ্য এই পথে পরিচালিত হয়। সেই কারণে সামুদ্রিক বিরোধের শান্তিপূর্ণ অর্থনৈতিক সমৃদ্ধির জন্য সমুদ্রভিত্তিক সুযোগ সর্বাধিক করার প্রয়োজনীয়তাকে আরও জোরদার করেছে।

সেমিনারে স্বাগত বক্তব্য দেন বিআইআইএসএস-এর মহাপরিচালক মেজর জেনারেল ইফতেখার আনিস এবং সমাপনী বক্তৃতা করেন সংস্থার গবেষণা পরিচালক ড. মোহাম্মদ জসিম উদ্দিন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর