Wednesday 29 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে আইসিএসবি নেতাদের বৈঠক

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৫ ১৭:০৮ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ১৭:৫২

-ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)-এর নবনির্বাচিত প্রেসিডেন্ট হোসেন সাদাত এবং সংগঠনের অন্যান্য নেতারা।

বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁও-এ বিএসইসি ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএসইসি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বৈঠকে দেশের পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিতকরণ, আধুনিক ব্যবস্থাপনা কাঠামো গঠন, সুশাসন বৃদ্ধি, বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা ও তাদের আস্থা বাড়ানোর বিষয় নিয়ে আলোচিত হয়। এক্ষেত্রে আইসিএসবি’র কার্যক্রমকে আরও গতিশীল ও আন্তর্জাতিক মানে উন্নীত করার বিষয়টি সভায় গুরুত্বারোপ করা হয়।

বিজ্ঞাপন

সৌজন্য সাক্ষাতে বিএসইসি’র পক্ষ থেকে সংস্থার চেয়ারম্যান ছাড়াও কমিশনার ফারজানা লালারুখ, নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল ইসলাম ও পরিচালক মোঃ মনসুর রহমান উপস্থিত ছিলেন।

অন্যদিকে আইসিএসবি’র পক্ষ থেকে সংগঠনের প্রেসিডেন্ট হোসেন সাদাত, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. রফিকুল ইসলাম এফসিএস, ভাইস প্রেসিডেন্ট মো. শরীফ হাসান এফসিএস, সেক্রেটারি ইন চার্জ ও সিনিয়র নির্বাহী পরিচালক (অর্থ ও প্রশাসন) মোঃ শামিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।