নোয়াখালী: জেলার সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নে অরূপ দাস নামে এক আট বছরের শিশু পানিতে ডুবে মারা গেছে।
বুধবার (২৯ অক্টোবর) বিকেলের দিকে চরজুবিলী ইউনিয়নের চর মহিউদ্দিন গ্রামের ৫ নম্বর আশ্রয়ন প্রকল্পে এ ঘটনা ঘটে।
মৃত শিশু অরুপ দাস একই ইউনিয়নের ৫ নম্বর আশ্রয়ণের বাসিন্দা মিল্টন দাসের ছেলে। সে চর মহিউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল ।
অরুপের বাবা মিল্টন দাস জানায়, সকালে স্কুলে যায় অরুপ। দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরলে তার মা গোসল করে ভাত খেতে বলেন। এ সময় বাড়ির পাশে আশ্রয়ণে পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয় সে। পরে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে বিকেলের দিকে স্থানীয়রা পুকুর থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাক্তার আশরাফুল ইসলাম রাজীব জানান, অরুপ নামের এক শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। প্রাথমিক ধারণা অনুযায়ী, হাসপাতালে আনার আগেই অরুপের মৃত্যু হয়।
চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়া অরুপের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে বিষয়টি তিনি শুনেছেন। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।