ঢাকা: বিশ্বের শীর্ষ ডিজিটাল পেমেন্ট কোম্পানি ‘ভিসা’ ২০২৫ সালের সেপ্টেম্বর শেষে তাদের চতুর্থ প্রান্তিকের আর্থিক ফলাফল প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির আয় আগের বছরের তুলনায় ১২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০ দশমিক ৭ বিলিয়ন ডলারে।
বুধবার (২৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভিসা এ তথ্য জানিয়েছে।
কোম্পানিটি জানিয়েছে, মানুষের ব্যয়, ক্রস-বোর্ডার লেনদেন এবং মোট ট্রানজেকশন সংখ্যা বেড়ে যাওয়ার ফলে এই প্রবৃদ্ধি এসেছে। সাধারণ মানুষ বেশি কেনাকাটা করছে, দেশের বাইরে থেকে আরও বেশি পেমেন্ট হচ্ছে এবং বিশ্বজুড়ে লেনদেন বেড়েছে।
প্রতিষ্ঠানটি আরও জানায়, এই প্রান্তিকে ভিসার মোট পেমেন্ট ভলিউম ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে (মুদ্রার বিনিময় হারের প্রভাব বাদে)। ইউরোপের ভেতরের লেনদেন বাদ দিলে আন্তঃসীমান্ত লেনদেন বেড়েছে ১১ শতাংশ, আর মোট ক্রস-বর্ডার ভলিউম বেড়েছে ১২ শতাংশ। পুরো প্রান্তিকে ভিসা মোট ৬৭ দশমিক ৭ বিলিয়ন ট্রানজেকশন করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১০ শতাংশ বেশি।
ভিসার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রায়ান ম্যাকিনার্নি বলেন, ‘চতুর্থ প্রান্তিকে ভোক্তা ব্যয় বৃদ্ধির কারণে আমাদের নিট রাজস্ব ১২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০ দশমিক ৭ বিলিয়ন ডলারে। পুরো বছরে ভিসার নিট রাজস্ব ১১ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪০ বিলিয়ন ডলারে, যা আমাদের বহুমুখী ব্যবসায়িক মডেলের স্থিতিশীলতা প্রমাণ করে। কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর কমার্স, রিয়েল-টাইম মানি মুভমেন্ট, টোকেনাইজেশন এবং স্টেবলকয়েনের মতো প্রযুক্তি যখন বাণিজ্যের ধরণ বদলে দিচ্ছে, তখন উদ্ভাবন ও পণ্যের মান উন্নয়নে আমাদের মনোযোগ ভিসাকে এই শক্তিশালী পার্ফরমেন্স অর্জনে সহায়তা করেছে বলে আমি মনে করি।’
চতুর্থ প্রান্তিকে ভিসার সার্ভিস রাজস্ব আগের বছরের তুলনায় ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ৬ বিলিয়ন ডলারে। ডাটা প্রোসেসিং রাজস্ব ১৭ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ৫ দশমিক ৪ বিলিয়ন ডলার, আর আন্তর্জাতিক লেনদেন থেকে আয় ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ৮ বিলিয়ন ডলারে। অন্যান্য রাজস্ব ২১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ দশমিক ২ বিলিয়ন ডলারে, আর ক্লায়েন্ট ইনসেনটিভ আগের বছরের তুলনায় ১৭ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ২ বিলিয়ন ডলারে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিজিটাল বাণিজ্য ও আন্তর্জাতিক লেনদেনের সুযোগগুলো ভালোভাবে কাজে লাগিয়ে ভিসা তাদের ধারাবাহিক আয় বাড়িয়েছে। উদ্ভাবন, নেটওয়ার্ক ও গ্রাহকদের আস্থার কারণে ভিসা বিশ্বব্যাপী পেমেন্ট খাতে দীর্ঘমেয়াদে আরও উন্নতি করবে বলে আশা করা যাচ্ছে।
প্রসঙ্গত, ভিসা বিশ্বব্যাপী ডিজিটাল পেমেন্টের অগ্রগামী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ভোক্তা, ব্যবসায়ী, আর্থিক প্রতিষ্ঠান ও সরকারি সংস্থাগুলোর মধ্যে লেনদেন সম্পন্ন করতে সহায়তা করে। বর্তমানে বিশ্বের ২০০টিরও বেশি দেশ ও অঞ্চলে এর কার্যক্রম রয়েছে।