Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবিকে রক্ষণশীল করার সিদ্ধান্ত বাতিলের দাবি


১১ জুলাই ২০১৮ ১৪:২২

।। ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট ।।

নানা নিষেধাজ্ঞার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়কে রক্ষণশীল করার সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে প্রগতিশীল ছাত্রজোট। বুধবার (১১ জুলাই) মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে জোট নেতারা এই দাবি জানান।

নিরাপত্তার অযুহাতে আন্দোলন দমনের জন্যে আরোপিত সকল অগণতান্ত্রিক নিষেধাজ্ঞা প্রত্যাহারেরও দাবি জানান জোট নেতারা। এছাড়া হলগুলোতে শিক্ষার্থীদের সভা সমাবেশ করার জন প্রভোস্টের অনুমতি নেওয়ার যে সিদ্ধান্ত সেটিও বাতিলের দাবি জানানো হয়।

এসব দাবি আদায়ের জন্য আগামী শুক্রবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টায় মশাল মিলিছ কর্মসূচি ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু হবে মিছিলটি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য বলা হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় যেন ছাত্র নিপীড়ণের কেন্দ্রে পরিণত হয়েছে। যেখানে সারা দেশের মানুষ মিডিয়ার মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নিপীড়নের খবর সম্পর্কে অবগত সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছু জানে না, শোনে নি। এ ধরনের বক্তব্য শুধু দায়িত্বহীনতাই নয় তা সন্ত্রাসী হামলায় সহযোগীতার নামান্তর। হলগুলোতে প্রভোস্টের অনুমতি ছাড়া সভা সমাবেশ করা যাবে না, এ হলো ছাত্রদের গণতান্ত্রিক আন্দোলন দমন করবার ও জনগণের সাথে ছাত্রদের ঐতিহাসিক সম্পর্ককে বিচ্ছিন্ন করবার ঘৃণ্য ষড়যন্ত্র।’

এসময় উপস্থিত ছিলেন ঢাত্র ফোরেশনের ঢাবি শাখার সভাপতি উম্মে হাবিবা বেনজির, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাবি শাখার সভাপতি ফয়েজ উল্লাহ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক আলমগীর সুজনসহ অন্যরা।

সারাবাংলা/কেকে/এসএমএন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর